সেপ্টেম্বর ২১, ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত থেকে ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে সাড়ে ৩ লাখ স্যালাইন পৌঁছাবে। বাকিটা তারপরে আসবে। আমদানি হলে স্যালাইন সংকট কেটে যাবে ইনশাআল্লাহ।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, সারাদেশে এডিস মশা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে সাত লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও পৌরসভাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসীন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুজন সরকার ও সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *