জানুয়ারি ২, ২০২৫

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ, পারসোনেল-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

উপসচিব দুর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হলো।

এর আগে পারিবারিক সমস্যা দেখিয়ে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া।

গত রোববার (১৯ আগস্ট) অধ্যাপক ডা. টিটু মিয়া গণমাধ্যমকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...