ডিসেম্বর ২২, ২০২৪

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস চলচ্চিত্রের পর্দার মতো বাস্তব জীবনেও একে অপরের প্রেমে পড়েন। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন দুজন।

এরপর বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়েছে। দুজন যে বর্তমানে আলাদা থাকছেন সে কথাও সবার জানা। তবে সম্প্রতি শাকিব-অপুকে আবারও একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যম সরব। এরই মাঝে এই তারকা দম্পতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ‘অপু বিশ্বাস এখনও শাকিব খানের বৈধ বউ’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেন মামুনুজ্জামান মামুন।

এদিকে ২০১৭ সালের শেষের দিকে শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে। সেই আবেদন নিয়ে ওই সময় সালিস হয়। শাকিব উপস্থিত না হলেও অপু বিশ্বাসের উপস্থিতিতে শুনানি হয়। সেই সালিসের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

তাতে সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমাদের আজকের সালিস কেসে বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়েছেন। তাঁর বক্তব্য প্রদান করেছেন। আসলে তিনি মীমাংসা করতে চান, তাঁর স্বামী নিয়ে সন্তান নিয়ে ঘর–সংসার করতে চান। বাদী উপস্থিত হননি। সাধারণ একটি সাদা কাগজে একটি আবেদন পাঠিয়েছেন তিনি। কাজি অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি হয়ে আসেনি এটি। কোনো কাবিননামা, কোনো সাক্ষী, কোনো হলফনামা নেই।’

এর পর থেকে শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ হওয়া না–হওয়ার বিষয়টি সামনে চলে আসে। ভিডিওটি দেখে অনেকে ধারণা করছেন, তাঁদের তালাক হয়নি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেন অপু বিশ্বাস নিজেই।

অপু বিশ্বাস বলেন, আমিও ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের তাঁদের সঙ্গে কথা বললে ভালো হয়। তাঁরা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন। এটি একটি সেনসিটিভ ব্যাপার। আমি আগেভাগে বলতে চাই না।

তিনি আরো বলেন, আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা–বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা–বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...