ডিসেম্বর ২৩, ২০২৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৬ মার্চ) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে কমিশনের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ সময় বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান, আব্দুল হালিম ও রুমানা ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, মো. সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম ও চেয়ারম্যানের একান্ত সচিব মো: রশীদুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বিএসইসি’র নির্বাহী পরিচালক জনাব মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে কমিশনের সিনিয়র  কর্মকর্তাবৃন্দ  মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে  জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...