ডিসেম্বর ২৩, ২০২৪

অভিনেত্রী জিনাত সানু স্বাগতা নিয়মিত অভিনয়ের পাশাপাশি গান করছেন। তাকে ইতিবাচক চরিত্রে দেখা গেলেও ২০০৭ সালে ‘শত্রু শত্রু খেলা’ সিনেমায় খারাপ মানুষের চরিত্রে দেখা যায় তাকে। এবার দীর্ঘ ১৭ বছর পর ফের পর্দায় খলনায়িকা হবেন এই অভিনেত্রী।

জানা গেছে, অঞ্জন আইচের ওয়েব ফিল্ম ‘কিশোরী’তে খলনায়িকার চরিত্রে দেখা যাবে স্বাগতাকে। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। এ প্রসঙ্গে স্বাগতা বলেন, আমি সবসময় চরিত্রের ভিন্নতা খুঁজে বেড়াই। গল্পটা শুনেই মনে হয়েছে কাজটা করা উচিত। এখানে খলনায়িকা মানে সংসার ভাঙা বা কুটনামি করা মহিলা নয়, একেবারে মারমার কাটকাট একটা চরিত্র। দর্শকের ভালো লাগবে।

নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও ওটিটিতেও ‘কাইজার’ ওয়েব সিরিজে খল চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন স্বাগতা।

স্বাগতা অভিনীত সর্বশেষ গত বছর ‘অসম্ভব’ সিনেমা মুক্তি পায়। এ ছাড়া সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুই সিনেমা ‘মানুষের বাগান’ ও ‘দেয়ালের দেশ’।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...