জানুয়ারি ২, ২০২৫

প্যারিস অলিম্পিকে স্বর্ণজয়ী চীনে ইয়াকিয়ং হৃদয়ও জয় করে নিয়েছেন একজনের। পদক জয়ের পর প্রেমিক লিউ ইউচেন বিয়ের প্রস্তাব দিলেন। পরিয়ে দিলেন আংটি। শুক্রবার সেই দৃশ্য দেখল প্রেমের শহর প্যারিস।

ইয়াকিয়ং ও ইউচেন দেশের হয়ে পদক জিততে গেছেন প্যারিসে। ব্যাডমিন্টন থেকে চিন এখনও পর্যন্ত একটিই পদক জিতেছে। সেই পদক এনে দিয়েছেন ইয়াকিয়ং। তার প্রেমিক ইউচেন যদিও পারেননি। তিনি ছিলেন পুরুষদের ডাবলস ইভেন্টে। তার প্রেমিকা স্বর্ণ জিততেই বিয়ের প্রস্তাব দিলেন ইউচেন। হাঁটু মুড়ে বসে আংটি পরিয়ে দিলেন ইয়াকিয়ংকে।

প্যারিসের লা শাপেলে অ্যারেনায় তখন চিৎকার করছে দর্শক। উৎসাহ দিচ্ছেন ইউচেনকে। তার মাঝেই পকেট থেকে আংটি বের করে সোনার পদকজয়ী ইয়াকিয়ংয়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসেন ইউচেন। দিলেন বিয়ের প্রস্তাব। ইয়াকিয়ংয়ের গলায় তখন সোনার পদক।

ইয়াকিয়ং বলেন, ‘আমি খুবই খুশি। আবেগ প্রকাশ করতে পারছি না। স্বর্ণ জেতা আমার পরিশ্রমের ফসল। আর বিয়ের প্রস্তাব পেয়ে আমি অবাক। ভাবিনি এমনটা হবে। কীভাবে উদ্যাপন করব এখনও ভাবিনি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...