ডিসেম্বর ২২, ২০২৪

স্পেশাল অলিম্পিকস ওয়ার্ন্ড গেমস্ বার্লিন (জার্মানি)-২০২৩ এ সাঁতারে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জন করায় রূপালী খাতুনকে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।

রূপালী খাতুন (১৬) নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশী (দক্ষিণপাড়া) গ্রামের টুকু মিয়ার মেয়ে। চার ভাই-বোনের মধ্যে রূপালী ছোট।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন স্বর্ণপদক জয়ী রূপালী খাতুনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার তাকে উপহার সামগ্রী, ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেন।

পুলিশ সুপার বলেন, নড়াইল ক্রীড়া ও সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ জেলা। এখানে বিশ্বখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও রূপালীর মতো তারকাদের জন্ম। রূপালী নড়াইলবাসী তথা সমগ্র দেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি বয়ে এনেছে। রূপালীর এই অবদান নড়াইল তথা সমগ্র বাংলাদেশ মনে রাখবে। রূপালী সৎ রিকশাচালক বাবার যোগ্য সন্তান। রূপালীর এই আন্তার্জাতিক খ্যাতি অর্জনে তার পরিবার অপরিমেয় শ্রম দিয়েছে, তাদের অবদান অনস্বীকার্য।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, জেলা গোয়েন্দা শাখা পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম, অপরাধ শাখা পুলিশ পরিদর্শক নাজমুল হুদা, স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয়ী রূপালী খাতুনের পরিবারবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

২০১৭ সালে রূপালী খাতুনের ক্রীড়াঙ্গনে প্রবেশ। রূপালী ২০২২ সালে জাতীয় পর্যায়ে বিকেএসপি কর্তৃক আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় ১ম হয়। পরবর্তীতে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ১৬তম স্পেশাল অলিম্পিকস ওয়ার্ন্ড গেমস্-২০২৩ এ সাঁতারে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয় করে বাকপ্রতিবন্ধী অদম্য এই রূপালী খাতুন। মোট ১৯১টি দেশের মধ্যে বিভিন্ন গ্রুপে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় একটি গ্রুপে স্বর্ণপদক ও অন্য একটি গ্রুপে ব্রোঞ্জপদক জয় করে দেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি বয়ে আনে। তার এই অর্জনে গর্বিত ও আনন্দিত তার পরিবার তথা নড়াইলবাসী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...