ডিসেম্বর ২২, ২০২৪

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সুইজ্যারল্যান্ডের জেনেভায় যাচ্ছে সংসদীয় প্রতিনিধি দল। মঙ্গলবার (১৪ মে) রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা।

জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠেয় ‘ফার্স্ট মিটিং অব দ্য প্রিপারেটরি কমিটি ফর দ্য সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন তারা।

এই সম্মেলনে যোগ দিতে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো. এনামুল হকও সুইজারল্যান্ড যাবেন বলে জানায় সংসদ সচিবালয়।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সফরে স্পিকার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে ‘প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অব উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট’ শীর্ষক সভাতেও অংশগ্রহণ করবেন। সফর শেষে স্পিকার আগামী ২০ মে দেশে ফিরবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...