ডিসেম্বর ২৬, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৯ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামী রোববার ১৯ নভেম্বর থেকে স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে।

কোম্পানিগুলো হচ্ছে, প্যারামাউন্ট টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, প্যাসিফিক ডেনিমস, রেনউইক যজ্ঞেশ্বর, সায়হাম কটন, বসুন্ধরা পেপার মিলস, উসমানিয়া গ্লাস ও বাটা সু লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পনিগুলোর মধ্যে উসমানিয়া গ্লাস শিটের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ২১ নভেম্বর, মঙ্গলবার। এই কোম্পনির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

আর বাকী কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে আগামী ২০ নভেম্বর, সোমবার আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর, মঙ্গলবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...