জানুয়ারি ২, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচুয়াল ফান্ড রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্পট মার্কেটে যাচ্ছে ।

আজ বুধবার (৩০ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে- এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ান, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ান ও আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ফান্ডগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী রোববার (৩ সেপ্টেম্বর)।

আগামী ৪ সেপ্টেম্বর মিউচুয়াল ফান্ডগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের দিন মিউচুয়াল ফান্ডগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...