জানুয়ারি ১০, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের আগামীকাল বৃহস্পতিবার  ৪ জানুয়ারী স্পট মার্কেটে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামীকাল (৪ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া সিনোবাংলা ও হাক্কানি পাল্পের স্পট মার্কেটের লেনদেন আগামী সোমবার (৮ জানুয়ারি) শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জানুয়ারি বা মঙ্গলবার।

প্রসঙ্গত, রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...