জানুয়ারি ২, ২০২৫

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মহিউদ্দিন মহারাজের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহী বরাবর এ সংক্রান্ত এক চিঠি পাঠিয়েছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।]

চি‌ঠি‌তে বলা হ‌য়, ‘মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম এবং ছে‌লে সাম্মাম জুনা‌য়েদ ইফ‌তির না‌মে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের লেন‌দে‌নের যাব‌তীয় তথ্য আগামী ৭ দি‌নের ম‌ধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...