ডিসেম্বর ২৭, ২০২৪

বিশ্বকাপে ৯ ম্যাচে মাত্র ৩ জয়ে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে ইংল্যান্ড। যদিও শেষ ম্যাচে তারা পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে। এদিকে বিশ্বকাপের আগে অধিনায়ক জস বাটলারের অনুরোধে অবসর ভেঙে ওয়ানডে দলে ফিরেছিলেন বেন স্টোকস। ফলে বিশ্বকাপের পরই আবারও তার অবসরে যাওয়ার জোর গুঞ্জন রয়েছে।

যদিও সব গুঞ্জন উড়িয়ে দিয়ে স্টোকস জানিয়েছেন, ‘আগেও বলেছিলাম যে কাজের চাপের কারণেই এই সংস্করণ থেকে আমি সরে দাঁড়িয়েছিলাম। আমি টেস্ট অধিনায়ক, সামনে অনেক খেলা আসছে, অনেক কিছু আছে যা আমি টেস্ট দলের হয়ে করতে চাই। এটি এমন একটি সিদ্ধান্ত যা সম্ভবত আমাকে বেশ কঠিন অবস্থায় ফেলে দিয়েছে। বিষয়টা নিয়ে আরও চিন্তা করতে হবে।’

চোটের কারণে এবারের বিশ্বকাপে শুরুতে খেলতে পারেননি স্টোকস। এরপর ফিরলেও পরিপূর্ণ ফিটনেস এখনও ফিরে পাননি এই তারকা বিশ্বকাপের পরই তার হাঁটুর অস্ত্রোপচার করানোর কথা রয়েছে। সামনে ইংল্যান্ডের সাদা পোশাকের ব্যস্ত সূচি রয়েছে। এই অলরাউন্ডার নিজের ফিটনেস নিয়ে বলেছেন, ‘সামনেই ক্রিসমাস, এই সবকিছুর মধ্যে আমার হাঁটুকে ঠিক রাখাও আমার বড় কাজ। তাই আমি নিজেকে দ্রুত পুনরুদ্ধার করতে চাই।’

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স সাদামাটা হলেও ব্যাট হাতে বেশ সফলই বলা চলে স্টোকসকে। তিনি ৬ ম্যাচে ৫১.৫৫ গড়ে করেছেন ৩১০ রান। ইংল্যান্ডের হয়ে এবারের বিশ্বকাপে স্টোকসের চেয়ে বেশি রান আছে কেবল ডেভিড মালানের। স্টোকস বলেন, ‘পরাজয়ের চেয়ে শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা অনেক ভালো। কিন্তু আমি মনে করি না যে শেষ দুটি ম্যাচ সবকিছুকে ঢেকে ফেলবে। এই টুর্নামেন্টটি আমাদের জন্য স্পষ্টতই খুব হতাশাজনক ছিল। আমরা এটি সম্পর্কে খুব সচেতন। আমি এটা অনেকবারই বলছি যে, খুবই খারাপ খেলেছি। এটাকে ভুলতে হবে ও নতুন করে লড়াইয়ে নামতে হবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...