ডিসেম্বর ২১, ২০২৪

পুঁজিবাজারে স্কয়ার গ্রুপের আর কোন ছোট কোম্পানি তালিকাভুক্ত হবে না জানিয়েছেন স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তপন চৌধুরী। আজ বুধবার (৯ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) আয়োজিত ‘কনভারসেশন উইথ ইআরএফ মেম্বার্স’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, পুঁজিবাজারে স্কয়ার গ্রুপের আর কোন ছোট কোম্পানি তালিকাভুক্ত হবে না। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীদের জন্য কাজ করেছেন। বিনিয়োগকারীরাও তার প্রতিদান দিয়েছে। স্কয়ার শুরুতে পুঁজিবাজার থেকে ৯০ কোটি টাকা তুলেছিলো। তবে দেশের বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসা উচিত বলেও মনে করছেন তপন চৌধুরী।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির জবাবদিহিতা খুব সোজা না। স্কয়ারের দুটো কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এই গ্রুপের আর কোনো ছোট কোম্পানি পুঁজিবাজারে নিয়ে আসবো না বলে

তপন চৌধুরী বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অনেক চ্যালেঞ্জ রয়েছে। কারণ এসব কোম্পানির জবাবদিহিতা খুব সোজা না। প্রাইভেট কোম্পানিগুলোর লাভ-লোকসান হলে কেউ খোঁজ নেয় না। তবে তালিকাভুক্ত কোম্পানির হাজার হাজার শেয়ারহোল্ডার থাকে। তাই এখানে জবাবদিহিতার বিষয় রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...