ডিসেম্বর ২২, ২০২৪

চোরের খপ্পরে পড়লেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। তার বীরেন রায় রোডের নিজ বাড়ি থেকেই মোবাইল ফোন চুরি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

এজন্য ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন ভারতীয় সাবেক অধিনায়ক। সংবাদমাধ্যম সূত্রে এমনটি জানা যায়।

প্রকাশিত খবর অনুযায়ী, ফোনটি চুরি যাওয়ার আগে সৌরভ গাঙ্গুলী তার বীরেন রায় রোডের বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে দেখেন তার ফোনটি নেই।

ঠাকুরপুকুর থানায় সৌরভ জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে তিনি শেষবার ফোনটি দেখেছিলেন। তারপর অনেক খোঁজাখুঁজি করেও পাননি। সৌরভের উদ্বেগের কারণ ওই ফোনে তার ব্যক্তিগত নানা তথ্য রয়েছে।

সূত্রের খবর সৌরভ গাঙ্গুলীর বাড়িতে বর্তমানে রং করা হচ্ছে। সেজন্য বাড়িতে অনেক লোক যাতায়াত করছেন। থানার তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ফোন হারানোর সময়ে সৌরভের বাড়িতে কারা যাতায়াত করেছেন। প্রয়োজনে সেই সব ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...