ডিসেম্বর ২২, ২০২৪

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় সৌরবিদ্যুৎ প্রকল্পে আগুন লেগে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৯ জুলাই) সকালের দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌরবিদ্যুৎ প্রকল্পে ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকালের দিকে কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যাটারি অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রকল্পের ২৮৮টি ব্যাটারি, ৮টি অবগ্রিট মেশিন, ৮টি অনগ্রিট মেশিন পুড়ে যায়। এছাড়া অন্য জিনিসপত্রও পুড়ে গেছে।

কানেশিয়া সোলার প্যানেল সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক জাহিদ হাসান জানান, সকালে ব্যাটারি অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ ঘটে। এতে মালামাল পুড়ে প্রায় ৮-৯ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, এ বিদ্যুৎ প্রকল্প থেকে কোদালকাটি চরের ৪২০টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, এই প্রকল্প থেকে আমার ইউনিয়নের প্রায় ৪২০টি পরিবার বিদ্যুৎ পেতো। আগুন লেগে সবকিছু ছাই হয়েছে।

রাজীবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু হানিফ বলেন, ঘটনাটি জেনেছি। চারদিকে নদী থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানতে পেরেছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...