ডিসেম্বর ২২, ২০২৪

নতুন পজিশনিং ও প্যাকেজিং নিয়ে দেশব্যাপী ‘সুপার-ডুপার রিফ্রেশার’ ক্যাম্পেইন শুরু করেছে দেশের জনপ্রিয় ক্লিয়ার রিফ্রেশিং ব্র্যান্ড সেভেনআপ। রিফ্রেশমেন্টের সেরা পছন্দ হিসেবে সেভেনআপ কে তুলে ধরতে ক্যাম্পেইনের নতুন টিভিসিতে আবারও থাকছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।

টিভিসি’র শুরুতে দেখা যায় তীব্র রোদের মধ্যে একঝাঁক তরুণ খেলোয়াড়ের সাথে রাস্তায় ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। কিন্তু, রোদের তীব্রতা বাড়তে থাকায় তারা খেলায় বিরতি নেয়। আর তখনি বাকি খেলোয়াড়রা দেখতে পায় সামনের একটি দোকানে সাকিব হেঁটে যাচ্ছে এবং সেভেনআপ রাখা রেফ্রিজারেটর থেকে একটি ঠান্ডা সেভেনআপের বোতল হাতে নিচ্ছে।

প্রচন্ড গরমে বাকি খেলোয়াড়দের ঘামতে দেখে সাকিব তাদের দিকেও সেভেনআপের কিছু বোতল ও ক্যান ছুঁড়ে দেয় এবং পুরো রাস্তাজুড়ে সবার হাতেই দেখা যায় ঠান্ডা সেভেনআপ, যা এই গরমে তাদের দিবে আল্টিমেট সুপার-ডুপার রিফ্রেশারের অভিজ্ঞতা। এরপর সাকিব সকলের দিকে ইশারা করে সেভেনআপের বোতলে চুমুক দেওয়ার। ঠিক তখনই একটি বৃহদাকার রিফ্রেশমেন্ট বাবল তৈরি হতে দেখা যায়, যা ফেটে রাস্তার চারদিকে পানি ছড়িয়ে পড়ে এবং সত্যিকারের সতেজতাকে ফুটিয়ে তোলে।

ক্যাম্পেইন সম্পর্কে পেপসিকো’র বাংলাদেশ রিজনের অ্যাসোসিয়েট ডিরেক্টর অনুজ গোয়াল বলেন, “ভোক্তারা এই নির্দিষ্ট ক্যাটাগরি থেকে রিফ্রেশমেন্টের অভিজ্ঞতা পেতে চায়, এবং নতুন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা রিফ্রেশমেন্টের ধারণাটিকে এক নতুন আঙ্গিকে সেভেনআপের মাধ্যমে তুলে ধরেছি। সেভেনআপের তাজা লেবুর স্বাদ ভোক্তাদের শুধু রিফ্রেশার নয়, ‘সুপার-ডুপার রিফ্রেশার’ অভিজ্ঞতা দিবে, যা গ্রীষ্মকালীন বা অন্য যেকোন মুহূর্তকে চাঙ্গা করে তুলতে যথেষ্ট। সাকিবের উপস্থিতি সেভেনআপের এই ক্যাম্পেইনকে আরও শক্তিশালী করে তুলেছে এবং ভোক্তারা এই নতুন টিভিসি’টি পছন্দ করবে বলে আমার বিশ্বাস।”

টিভিসি সম্পর্কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বলেন, “সেভেনআপ বছরের পর বছর আমাদের জীবনে একটি সতেজ প্রভাব ফেলে আসছে এবং আরও একবার তাদের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এই টিভিসি’তে কাজ করার অভিজ্ঞতা ছিল খুবই মজার, যা সুপার-ডুপার রিফ্রেশমেন্টের সাথে আরও বেশী কিছু পাওয়ার প্রত্যাশাও বাড়িয়ে তুলে। এই টিভিসি এবং সেভেনআপের নতুন প্যাকেজিং দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের হেড অব মার্কেটিং শরফুদ্দিন ভূঁইয়া শ্যামল বলেন, “বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড হিসেবে সেভেনআপ দেশব্যাপি বরাবরই ভোক্তাদের থেকে অটুট ভালবাসা ও সমর্থন পেয়েছে। নতুন প্যাকেজিং এবং ‘সুপার ডুপার রিফ্রেশার’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ভোক্তাদের মাঝে সতেজতা ও তাদের এক্সাইটমেন্ট বাড়িয়ে তুলতে চেষ্টা করছি। টিভিসি-তে সাকিব আল হাসানের মনোমুগ্ধকর ভিজ্যুয়ালগুলো তার ভক্তদের মন জয় করবে এবং সেভেনআপ জনপ্রিয়তার অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আমরা আশাবাদী।”

টিভিসি’টি টিভি, ডিজিটাল, আউটডোর এবং সোস্যাল মিডিয়াজুড়ে ৩৬০ ডিগ্রি ক্যাম্পেইনের মাধ্যমে সম্প্রচার করা হবে। সেভেনআপের নতুন ক্যান ও বোতলগুলো সিঙ্গেল/ মাল্টিসার্ভ প্যাকে মডার্ন ও ট্র্যাডিশনাল রিটেইল আউটলেট এবং দেশের ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...