নভেম্বর ২৩, ২০২৪

দেশের পুঁজিবাজারে কিছুটা মন্দাভাব দেখা গেলেও প্রতিনিয়ত আসছেন নতুন বিনিয়োগকারী। এসব বিনিয়োগকারীর মধ্যে যেমন দেশি বিনিয়োগকারী রয়েছেন, তেমনি রয়েছেন প্রবাসী বা বিদেশি বিনিয়োগকারীও।  সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে পুঁজিবাজারে ৩ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৭ লাখ ৫০ হাজার ৫৮৫টি। আর আগস্ট মাসের শেষ দিন বিও হিসাব ১৭ লাখ ৪৬ হাজার ৯৬১টিতে দাঁড়ায়। অর্থাৎ সেপ্টেম্বর মাসে ৩ হাজার ৬২৪টি বিও হিসাব বেড়েছে।

সেপ্টেম্বর মাসে পুরুষদের বিও ২ হাজার ৮৪২টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ১০ হাজার ২৪০টিতে। আগস্ট মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৭ হাজার ৩৯৮টিতে।

আর সেপ্টেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৬২২টি বেড়ে ৪ লাখ ২৩ হাজার ৭৩৭টিতে দাঁড়িয়েছে। আগস্ট মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ২৩ হাজার ১১৬টিতে।

সেপ্টেম্বর মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৬০টি। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৬০৭টিতে। আর আগস্ট মাসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০৭টিতে।

সেপ্টেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৮ হাজার ৪৭৭টিতে। যা আগস্ট মাসের শেষ দিন ছিল ১৬ লাখ ৭৫ হাজার ৫৩টিতে।

সেপ্টেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫৫ হাজার ৫০১টিতে। আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৪৬১টিতে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...