বৈরি আবহাওয়ার কারণে টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি।
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’–এর প্রভাবের কারণে দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া সমুদ্র উত্তাল থাকায় কোনো ধরনের নৌযান চলাচল না করার জন্যও নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
ইউএনও বলেন, সেন্টমার্টিনে এখনো অবস্থান করছেন ৩০০ পর্যটক। সাগরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত তাদের দ্বীপে থাকতে হবে। সাগরের পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফিরতে পারবেন।
এদিকে মঙ্গলবার সকালে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ, বারো আউলিয়া ও আটলান্টিক জাহাজে সেন্টমার্টিনে যায় প্রায় ১ হাজার পর্যটক। একই দিন বিকেলে ৭০০ পর্যটক দ্বীপ ছাড়লেও রয়েছে গেছেন বাকিরা।
ইউএনও আদনান চৌধুরী বলেন, দ্বীপে থেকে যাওয়া পর্যটকদের দেখভাল করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।