জানুয়ারি ৬, ২০২৫

সেতু বিভাগের সিনিয়র সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. আলমগীর কবির।

মনজুর হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ৩ জানুয়ারি সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন।

অপরদিকে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন অনুযায়ী ড. সামিনা আহমেদকে তিন বছর মেয়াদে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান পদে পদায়ন করা পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...