ডিসেম্বর ২৫, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২১ এপ্রিল) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩২ দশমিক ৯৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৫৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ০১ পয়েন্ট কমে ১ হাজার ২৩৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৮২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৭৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫২২ কোটি ৫১ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৫ টি কোম্পানির, বিপরীতে ২৮৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...