দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন হয়েছে। পাশপাশি উভয় শেয়ারবাজারেই বেড়েছে লেনদেন। আজ সোমবার (২ ডিসেম্বর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে সোমবার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০১ দশমিক ৯৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ২ দশমিক ৮৯ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ১৬৮ দশমিক ৪৩ পয়েন্টে ও ১ হাজার ৯১৩ দশমিক ৫১ পয়েন্টে।
ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫০০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১০২ কোটি ৯১ লাখ টাকার।
এছাড়া সোমবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩৮টি কোম্পানির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৯১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫৫৮ দশমিক ৭০ পয়েন্টে ও ৮ হাজার ৮৫৭ দশমিক ১৯ পয়েন্টে।
এছাড়া সিএসআই সূচক ৩ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৯৩৬ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। আর সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৩৩ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৩১ দশমিক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৪ দশমিক ২৪ পয়েন্টে ও ১১ হাজার ৮১২ দশমিক ৭১ পয়েন্টে।
সিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৬৭ লাখ টাকা।
সিএসইতে ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর।