ডিসেম্বর ২৪, ২০২৪

মিয়ানমারের কারাবন্দি নেতা অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন। এরপরও তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন সু চির ছেলে।

কিম অ্যারিস জানিয়েছেন, ক্ষমতাসীন সামরিক জান্তা তার মায়ের ‘জরুরি চিকিৎসার’ জন্য কারা কর্তৃপক্ষের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

বিষয়টির সাথে পরিচিত সূত্র বিবিসিকে জানিয়েছে, প্রচণ্ড দাঁতের ব্যথায় ৭৮ বছর বয়সী সু চি খেতে পারছেন না।

অবশ্য জান্তার একজন মুখপাত্র জানিয়েছেন, সু চি ভালো আছেন এবং সামরিক ও বেসামরিক চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় সু চি ও তার সরকারকে। এরপর থেকে সু চি বন্দি অবস্থায় রয়েছেন। জুলাই মাসে তাকে কারাগার থেকে মিয়ানমারের রাজধানী নে পি দুতে আনা হয় এবং গৃহবন্দি হিসাবে রাখা হয়। তবে তাকে কোথায় রাখা হয়েছে তা স্পষ্ট নয়।

অ্যারিস বিবিসি বার্মিজকে পাঠানো এক বার্তায় বলেছেন, ‘একজন অসুস্থ বন্দির চিকিৎসা সেবার প্রস্তাব প্রত্যাখ্যান করা নির্মম এবং নিষ্ঠুর’

যুক্তরাজ্যে অবস্থানরত অ্যারিস বলেছেন তার মা বমি করছেন এবং অসুস্থতার কারণে ‘প্রচণ্ড মাথাব্যথায়’ ভুগছেন।

অং সান সু চির দীর্ঘদিনের পরিচিতরা বিবিসি বার্মিজকে জানিয়েছেন, সু চির মাড়ির দীর্ঘস্থায়ী রোগ রয়েছে এবং তিনি নিম্ন রক্তচাপে ভুগছেন। তার মাড়ির সমস্যার ‘আরো অবনতি হয়েছে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...