জুন ২৬, ২০২৪

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার ২০ থেকে ৩০ জন সেনা সীমান্ত অতিক্রম করেছে। মঙ্গলবার সকালের দিকে এই ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের সেনাবাহিনী সতর্কতামূলক গুলি চালানোর পর উত্তর কোরিয়ার সেনারা আবারও তাদের সীমানায় ফিরে গেছে।

এমন এক সময় এই ঘটনা ঘটছে যখন, দীর্ঘ ২৪ বছরের মধ্যে রাশিয়ার কোনো প্রেসিডেন্ট উত্তর কোরিয়ায় ভ্রমণ করছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিউল। ধারণা করা হচ্ছে, রুশ নেতা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কোনো সামরিক চুক্তি করবেন।

উত্তর কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছে, সকাল সাড়ে আটটার দিকে উত্তর কোরিয়ার সেনারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। ঠিক এক সপ্তাহ আগে এমন একটি ঘটনা ঘটেছিল।

দক্ষিণ কোরিয়া বলেছে, তারা মনে করে না যে, উত্তর কোরিয়ার সেনারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আরও বলেছে, সীমান্ত এলাকায় স্থল মাইন বিস্ফোরণে উত্তর কোরিয়ার কয়েকজন আহত বা নিহত হয়েছে। তবে হতাহতের এই ঘটনা কখন ঘটেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সেটা জানায়নি। কোরিয়ান দ্বীপজুড়ে ডিএমজেড এবং লাইন অব কন্ট্রোল বিশ্বের অন্যতম সুরক্ষিত এবং ল্যান্ড মাইনবিশিষ্ট সীমান্ত।

সূত্র : আল জাজিরা

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *