জানুয়ারি ১০, ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেললাইনের ত্রুটির কারণে চারটি বগি লাইনচ্যুত হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের (জিআরপি) সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডে পৌঁছালে ইঞ্জিনের পেছনের ৪টি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ এবং রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। লাইনচ্যুতির কারণে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকামুখী ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। রেলওয়ের উদ্ধারকারী টিম লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...