আগস্ট ৯, ২০২৫

আবারও সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এবার সিরিয়ার হোমস প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে ইসরাইলি সেনারা এই হামলা চালায়। এ নিয়ে ইসরাইল টানা তিনদিন সিরিয়ার ওপর আগ্রাসন চালালো।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, শনিবার দিন গত রাতে ইসরাইলি সেনারা লেবাননের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে হোমস প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এসব ক্ষেপণাস্ত্র প্রাদেশিক রাজধানী শহরসহ আরো কয়েকটি এলাকার লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে পাঁচ সেনা আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশ কয়েকটি ভূপাতিত করা হয়।

এর আগে, বৃহস্পতি এবং শুক্রবার ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে শুক্রবারের হামলায় ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র দুইজন সামরিক উপদেষ্টা নিহত হন। এ ঘটনায় ইরান প্রতিশোধ নেয়ার অঙ্গিকার ব্যক্ত করেছে। পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...