জানুয়ারি ২২, ২০২৫

ঘরের মাঠেই নাজেহাল অবস্থান পাকিস্তান ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের তারুণ্য নির্ভর দলের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই খেলায় জিতে ২-১ এগিয়ে রয়েছে সফরকারী নিউজিল্যান্ড।

আজ সিরিজের অঘোষিত ফাইনাল ম্যাচ। আজ নিউজিল্যান্ড জয় পেলে সিরিজ নিশ্চিত হবে। তবে স্বাগতিক পাকিস্তান যদি জয় পায় তাহলে সিরিজে ড্র হবে।

সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় পায় পাকিস্তান। তৃতীয় ম্যাচে সমান ব্যবধানে হেরে যায় বাবর আজমরা।

চতুর্থ ম্যাচে ১৭৯ রানের টার্গেট তাড়ায় তীরে গিয়ে তরী ডুবায় পাকিস্তান। মাত্র ৪ রানের জন্য হেরে যায় বাবর আজমরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...