জানুয়ারি ৯, ২০২৫

এক দফা দাবিতে দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলছে। রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জেও আন্দোলনের শুরু থেকেই উত্তাল। রোববার (৪ আগস্ট) সকাল থেকেই গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা।

ঢাকার প্রবেশমুখ হিসেবে পরিচিত মহাসড়কটিতে অটোরিকশা বাদে অন্যকোনো যান চলাচল করছে না। তবে সকাল ৮টার দিকে কিছু ভারি যান চলাচলের চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধায় বেশিদূর যেতে পারেনি। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা।

আফজাল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, আমার দোকান মালিবাগে। অনেকদিন ধরে ব্যবসা মন্দা, অভাবে আছি। চেয়েছিলাম দোকানটা খুলতে, যেতেই পারলাম না।

ইলিয়াস আলি নামের এক চাকরিজীবী বলেন, বেসরকারি চাকরি করি। অফিসে যেতে না পারলে চাকরিও চলে যেতে পারে। এদিকে গাড়ি চলছে না। আমাদের কষ্টটা কেউ বোঝে না।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইনস্পেকটর (টিআই) কে এম শরফুদ্দিন বলেন, সকাল থেকেই আন্দোলনকারীদের বাঁধার কারণে মহাসড়কে যান চলাচল করতে পারছে না। আমরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...