সেপ্টেম্বর ১৯, ২০২৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি লিমিটেড পরিচালিত চার ফান্ডের তদন্ত পরিচালনা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯২১ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ৯ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত কমিশনের ৯১১তম সভায় CWT Private Equity Fund এর খসড়া ট্রাস্ট ডিড এবং খসড়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট অনুমোদন প্রদানের পরবর্তীতে এ সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন বিরুপ তথ্য থাকায় প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত CWT Private Equity Fund এর নিবন্ধন সনদ প্রদান করা হবে না।

এছাড়াও সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি লিমিটেড এর অধীনে পরিচালিত ৪ (চার) টি ফান্ডের ইনক্যুয়ারি পরিচালনা করা হবে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *