জানুয়ারি ১০, ২০২৫

শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার পর সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গেল গত ২৪ জানুয়ারি থেকে পুঁজিবাজারে শেয়ার লেনদেন হয়।

বাজারে সিকদার ইন্স্যুরেন্সের ট্রেডিং কোড হলো- ‘SICL’। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হলো- ২৫৭৫৮ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির ট্রেডিং কোড হলো- ১১০৪৮। কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা। আর গতকাল রোববার (০৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ২ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ মাত্র ৮ কার্যদিবসে শেয়ারটির দর ১০ টাকা ২ পয়সা বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...