সেপ্টেম্বর ১৮, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে। সেখানে তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

ঢামেক হাসপাতাল থেকে সোমবার দুপুরে তাকে সিএমএইচে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেন।

এ সময় তিনি বলেন, আমাদের হাসপাতালে অনেক ভিড় ও জটলা। কোনোভাবে এই ভিড় আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। হাসনাত আব্দুল্লাহর বিশ্রাম প্রয়োজন। তাই তাকে পর্যবেক্ষণে রাখা জরুরি। আরও ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া যাবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে হাসনাত আব্দুল্লাহসহ আহতদের দেখতে ঢামেক হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন, বিচার ও সংসদবিষয়ক আসিফ নজরুল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *