জানুয়ারি ১১, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ভোলা থেকে ঢাকায় সিএনজি গ্যাস সরবরাহ করবে। একারণে কোম্পানিটি গত ২১ ডিসেম্বর একটি চুক্তি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইন্ট্রাকোর ম্যানেজমেন্ট আগামী ২৭ ডিসেম্বর থেকে সিএনজি স্থান্তরের বাণিজ্যিক কারযক্রম শুরু করবে।

কোম্পানিটি আশা করছে এই প্রকল্পের মাধ্যমে কোম্পানির ব্যবসা সম্প্রসারণের নতুন জায়গা বাড়বে। কোম্পানিটি গ্রাহকের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করবে এবং রাজস্ব বাড়বে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...