ডিসেম্বর ৩০, ২০২৪

বলিউড অভিনেতা সালমন খানের বাবা সেলিম খানকে হুমকি দিলেন এক ব্যক্তি। বিষ্ণোই গ্যাংয়ের লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি দিয়েছেন তিনি। বান্দ্রা পুলিশের পক্ষ থেকে এদিন এক বাইক আরোহীকে আটক করা হয়। অভিযোগ উঠেছে সেই ব্যক্তিই নাকি ভাইজানের বাবা তথা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে খুনের হুমকি দিয়েছেন। যদিও পুলিশের অনুমান এটা নিছকই ভয় দেখানোর জন্যই।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকালে যখন কার্টার রোডে একটু হাঁটতে বেরিয়েছিলেন তখনই এক ব্যক্তি স্কুটারে করে আসেন। সঙ্গে এক মহিলাও ছিলেন। তারা সেলিম খানের কাছে এসে গাড়ি থামান এবং হুমকির সুরে বলেন, লরেন্স বিষ্ণোইকে পাঠাব নাকি? আর সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালিয়ে যান। সেলিম খান জানিয়েছেন, মহিলা ওই স্কুটারে ছিলেন তবে মুখ ঢাকা ছিল বোরখা দিয়ে।

জানা গেছে, স্কুটারটি কার্টার রোড থেকে ব্যান্ডস্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিল। উল্লিখিত কথাটা বলেই তারা ইউ টার্ন নিয়ে বেরিয়ে যান। এ ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন সেলিম খান। এবং অভিযোগ দেওয়ার করেন। তিনি ওই স্কুটারের নম্বরপ্লেট থেকে কেবল ৪টি সংখ্যা মনে রাখতে পেরেছিলেন, যা হল ৭৪৪৪। আর সেই অভিযোগের ভিত্তিতেই এদিন পুলিশ সেই ব্যক্তিকে আটক করে। এমনটা বান্দ্রা থানার এক পুলিশ কর্মী জানিয়েছেন। একাধিক ধারায় তাদের নামে মামলা রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজও দেখছে পুলিশ।

তবে কেবল এদিনের এ ঘটনা নয়, দুদিন আগেই একজন বাইক আরোহী দ্রুত গতিতে বাইক চালিয়ে সালমান খানের গাড়ির কনভয়ে ঢোকার চেষ্টা করেন। এমনকি এর আগেও সেলিম খানকে হুমকি দেওয়া হয়েছে। শুধুই কি তাই ১৪ এপ্রিল তো দুই ব্যক্তি বাইকে করে এসে সালমানের বাড়ি উদ্দেশ্য করে গুলি চালিয়ে যান। সেই ঘটনার পর একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবং প্রায় ১৮০০ পাতার একটি চার্জশিট ফাইল করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...