নভেম্বর ২৮, ২০২৪

নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ রোববার (২৪ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

এদিকে অবরোধের আগের রাতে শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মিরপুর ও কলাবাগানে এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা। যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তারও আগে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান প্রান্তের টোল প্লাজায় সময় ট্রান্সপোর্ট লিমিটেডের বাসে আগুন দেয়া হয়।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। ২১, ২২, ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি এবং ২৪ ডিসেম্বর (রোববার) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...