ডিসেম্বর ২৮, ২০২৪

কাজী নজরুল ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে তুলে ফেলতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা, গানে, চেতনায় বিস্ফোরণ ঘটিয়েছেন। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এখনও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছি। সাম্প্রদায়িকতা এখনও আমাদের স্বাধীন দেশের অগ্রগতির পথে অন্তরায় রয়ে গেছে। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে তুলে ফেলতে আমাদের অঙ্গীকার করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, আগস্ট বাঙালি জাতির জন্য ট্র্যাজেডির মাস। এই মাসে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, কবি নজরুলকেও হারিয়েছি। নজরুল আগেও প্রাসঙ্গিক ছিলেন এখনও আছেন। তিনি আমাদের যেকোনো সংগ্রামে অপূরণীয়। জাতীয় কবি চিরদিন আমাদের হৃদয়ে থাকবেন।

ভারতের বিজেপি এবং আরএসএস নজরুলের সৃষ্টি সম্ভার স্বতন্ত্র ভাষায় প্রকাশ করে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়েছে। সেখানে তাকে একজন সাম্প্রদায়িক কবি হিসেবে চিহ্নিত করার প্রয়াস দেখা যাচ্ছে। সেখানে কিছু করার আছে কি না গণামাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা বাইরে যা দেখছি, সেটা নিয়েই ভাববো। ভেতরের এই গূঢ় রহস্য সেটার উদঘাটন আমাদের দায়িত্ব নয়। কে কী করে, যেটা দৃশ্যমান সেটা নিয়ে আমরা ভাববো। সেখানে গূঢ় কোনো রহস্য আছে কি না সেটা আমাদের জানার দরকার নেই।

এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...