ডিসেম্বর ২৩, ২০২৪

নাইজারের রাজধানী নিয়ামিতে হাজার হাজার মানুষ ফরাসি সেনাদের আফ্রিকার দেশটি ছেড়ে চলে যাওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। একই সঙ্গে তারা হুমকি দিয়ে বলেছেন, যদি ফরাসি সেনারা এক সপ্তাহের মধ্যে নাইজার ছেড়ে চলে না যায় তাহলে তাদের ঘাঁটিতে হামলা চালানো হবে।

নাইজারের জান্তা সরকার ফ্রান্সের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম আফ্রিকার এই দেশটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টা পরেই এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফ্রান্সের উপনিবেশ থেকে নাইজার ১৯৬০ সালে স্বাধীন হলেও প্যারিসের সঙ্গে নিয়ামির ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক রয়েছে। পাশাপাশি নাইজারে ফরাসি সেনা উপস্থিতি অব্যাহত থেকেছে।

গত ২৬ জুলাই নাইজারের কয়েকজন আর্মি জেনারেল ফ্রান্সের মিত্র প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা থেকে উৎখাত করেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন।

পশ্চিম আফ্রিকার এ দেশটিতে বিশ্বের অন্যতম বড় ইউরেনিয়াম খনি রয়েছে এবং এ কারণে দেশটির আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে বিশেষ গুরুত্ব রয়েছে। ফ্রান্স এবং আমেরিকাসহ পশ্চিমা কয়েকটি দেশ নাইজার ও আশপাশের বিভিন্ন দেশে সেনা মোতায়ন করে রেখেছে। পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...