জানুয়ারি ৩, ২০২৫

খিলগাঁও থানার চার মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আজ মঙ্গলবার (৮ অক্টোবার) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই জামিনের আদেশ দেন। আর পল্টন থানায় দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন তিনি।

প্রসিকিউশনের আসাদুল ইসলাম বলেছেন, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে আর মামলা না থাকায় তার জামিনে কোনও বাঁধা নেই।

এর আগে সোমবার (৭ অক্টোবর) বিকেলে পল্টন মডেল থানায় করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে দেন আদালত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...