ডিসেম্বর ২২, ২০২৪

নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মো. জাহাংগীর আলমকে ‘ডামি নির্বাচনের কারিগরও’ বলেও উল্লেখ করেছে পুলিশ।

অাজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

২০২২ সালের ২ নভেম্বর থেকে নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন জাহাংগীর। তিনি এই পদে ছিলেন ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত। এই সময়কালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ‘ডামি নির্বাচন’ হিসেবে পরিচিতি পেয়েছে।

পরে নির্বাচন কমিশন সচিব থেকে বদলি করে জাহাংগীরকে দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালেও তিনি স্বরাষ্ট্রসচিব ছিলেন। এই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...