যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। তার বয়স হয়েছিলো ১০০ বছর।
স্থানীয় সময় রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে নিজ বাড়িতে মারা যান তিনি। জিমি কার্টার সেন্টার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
জিমি কার্টার ১৯৮২ সালে মানবাধিকার, গণতন্ত্র, আন্তর্জাতিক দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অগ্রগতির জন্য একটি ভিত্তি হিসেবে কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। যার জন্য তিনি ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পান।
তিনি ডেমোক্রেটিক পার্টির সদস্য ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জিমি কার্টার ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে তিনি ১০০তম জন্মদিন উদযাপন করেন। গত কয়েক বছর ধরে ত্বকের ক্যানসার মেলানোমাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
ওয়াটারগেট কেলেঙ্কারির পর জর্জিয়ার স্থানীয় এবং একজন ডেমোক্র্যাট হিসেবে ১৯৭৬ সালে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন জিমি কার্টার। ১৯৮০ সালে রোনাল্ড রিগানের কাছে পুনঃনির্বাচনে হেরে যাওয়ার আগে কার্টার এক মেয়াদ দায়িত্ব পালন করেন।