জানুয়ারি ২২, ২০২৫

সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিন মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বুধবার ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র‌্যাব-৬ ও র‌্যাব-৮এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট খুলনা-৬ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান মোড়লের পাইকগাছার বাড়ি থেকে ২৩৫ প্যাকেট ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়। গত ২৬ মে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ত্রাণের প্যাকেট পাঠানো হয়েছিল।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনার এই সংসদ সদস্য আত্মগোপনে ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...