![](https://thebiz24.com/wp-content/uploads/2025/02/8ff149608acc17e57f68259a44b7285dff237380c3c3a01a.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহিয়া চৌধুরী ও তার চার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
অাজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করে ছাত্র-জনতা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন জানান, সন্ধ্যায় ছাত্র-জনতা সাবেক এমপি ইয়াহিয়া ও তার চার সহযোগীকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য, ছাত্র-জনতার ওপর গুলি ছুড়ে হত্যার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালি থানায় ইয়াহিয়ার বিরুদ্ধে মামলা হয়।