ডিসেম্বর ২২, ২০২৪

ভারতকে টাইব্রেকারে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের যুবারা। ফাইনালে বাংলাদেশের জন্য অপেক্ষায় রয়েছে স্বাগতিক নেপাল।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট কাটে নেপাল। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে ভুটানকে পরাজিত করে তারা।

টাইব্রেকারে ভারতকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশও একইভাবে ফাইনালের দেখা পেয়েছে। ভারতের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ সমতায় ছিল ম্যাচ। টাইব্রেকারে ভারতীয়দের দুটি শট ঠেকিয়ে দেশকে ফাইনালে তোলেন বদলি গোলরক্ষক মোহাম্মদ আসিফ। টাইব্রেকারে বাংলাদেশের জয়ের ব্যবধান ৪-৩।

এবার ফাইনালের পালা। আগামী ২৮ আগস্ট (বুধবার) নেপালের দশরথ রঙ্গশালায় হবে ফাইনাল ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...