জানুয়ারি ১০, ২০২৫

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ২২০টির দর বেড়েছে, ১৫৪টির দর কমেছে, ২২টির দর অপরিবর্তিত ছিল এবং ১৬টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে দেশবন্ধু পলিমার লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯.৮৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যালসের ২৯.১৯ শতাংশ, সালভো কেমিক্যালের ২০.২৩ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ১৭.২৯ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৫.২০ শতাংশ, এনআরবি ব্যাংকের ১৫ শতাংশ, বিচ হ্যাচারির ১৪.৫৭ শতাংশ, খান ব্রাদার্সের ১৪.৫৬ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ১৪.৪৯ শতাংশ এবং এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডের ২৩.৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...