ডিসেম্বর ২৬, ২০২৪

গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ২০টির বা ৫.৩৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতিদর সবচেয়ে বেশি বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২৭.৫০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭০৪.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৭৬.৮০ টাকা বা ৩৩.৫২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর ১৪.৪৯ শতাংশ, এমবি ফার্মার ৯.১৮ শতাংশ, মুন্নু সিরামিকের ৯.০৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৮.১৮ শতাংশ, এডিএন টেলিকমের ৭.১০ শতাংশ, বিডি থাই ফুডের ৫.৩৫ শতাংশ, অলিম্পিকের ৪.৩২ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৩.৯০ শতাংশ এবং বেক্সিমকো গ্রিন সুকুকের ইউনিট দর ২.২৯ শতাংশ বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...