নভেম্বর ২৪, ২০২৪

বিদায়ী সপ্তাহে (০৭-১১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ২২০টির দর বেড়েছে, ১৫৪টির দর কমেছে, ২২টির দর অপরিবর্তিত ছিল এবং ১৬টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে আইবিবিএল মুদারাবা পারপ্যেচুয়াল বন্ডের। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর ১১.৫৫ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজ্যুমারের ৯.৩১ শতাংশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৯.২২ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৮.৭০ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৮.২৯ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৮.০৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭.১৮ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৬.৮৮ শতাংশ, লিনডে বাংলাদেশের ৬.৭১ শতাংশ এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের ৬.৬৭ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...