জানুয়ারি ২৮, ২০২৫

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইনটেক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.৫৮ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৫৪ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩০ লাখ ৮১ হাজার টাকা।

ওরিয়ন ইনফিউশন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৭২ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ১৪ লাখ ৪৭ হাজার টাকা।

লুব-রেফ বাংলাদেশ ৮.০৩ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা ফার্মা, আমরা টেকনোলজি, ইস্টার্ণ লুব্রিকেন্টস, সোনালী আঁশ, লিবরা ইনফিউশন, সোনারাগাঁও টেক্সটাইল ও জুট স্পিনার্স লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...