নভেম্বর ২৫, ২০২৪

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য ৫৪টির বা ১৪.২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৪.০০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৮.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫.৭০ টাকা বা ৬.৭৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে লিগ্যাসি ফুটওয়্যার ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইনটেকের ৬.১৮ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬.১২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫.৮১ শতাংশ, মিরাকলের ৫.৭২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৯২ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৪.৯০ শতাংশ, ইন্ট্রাকোর ৪.৭৬ শতাংশ, ওয়াইম্যাক্সের ৪.০৭ শতাংশ এবং বসুন্ধরা পেপারের শেয়ার দর ৪.০৪ শতাংশ কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...