জানুয়ারি ২২, ২০২৫

গত সপ্তাহে‌ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৩টির বা ৩৮ দশমিক ২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে নবাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬২ দশমিক ৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫০ দশমিক ৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১১ দশমিক ৯০ টাকা বা ১৯ দশমিক ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপার ১০ দশমিক ৮৩ শতাংশ, এপেক্স ফুটওয়্যার ১০ দশমিক ২৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৯ দশমিক ৭১ শতাংশ, জেমিনি সী ফুড ৭ দশমিক ২২ শতাংশ, মেট্রো স্পিনিং ৭ দশমিক ২১ শতাংশ, আইটিসি ৬ দশমিক ১৫ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৫ দশমিক ৯৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ৫ দশমিক ৯০ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশন ৫ দশমিক ৪৬ শতাংশের শেয়ার দর কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...