নভেম্বর ২৪, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের কাছ থেকে শেয়ার কিনছে নন-লাইফ খাতের কোম্পানি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সানলাইফ ইন্স্যুরেন্স ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স সূত্রে এই তথ্য জানা গেছে। শেয়ার কেনা বেচার বিষয়ে দুটি কোম্পানিই আলাদাভাবে মূল্য সংবেদনশীল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

জানা গেছে, ব্লক মার্কেটের মাধ্যমে আলোচিত শেয়ারের কেনাবেচা সম্পন্ন হবে।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের বিজ্ঞপ্তিতে বিপুল সংখ্যক শেয়ার কেনার সিদ্ধান্তের কথা বলা হলেও তার পরিমাণ উল্লেখ করা হয়নি।

অন্যদিকে সানলাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তাদের কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি শেয়ার গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, তার সহযোগী প্রতিষ্ঠান ও অন্যান্য বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হবে। তবে এর মধ্যে কতগুলো শেয়ার গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স নিজে কিনছে তা জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শেয়ার কেনাবেচার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, সান লাইফ ইন্স্যুরেন্সের মোট ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০ টি। এর মধ্যৈ উদ্যোক্তাদের কাছে ৩৮ দশমিক ২৯ শতাংশ শেয়ার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...