ডিসেম্বর ২২, ২০২৪

দেশে শিগগিরই চালু হতে যাচ্ছে ডিজিটাল ব্যাংক। আগামী এক সপ্তাহের মধ্যেি ডিজিটাল ব্যাংকের আবেদন গ্রহণ শুরু করবে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে দেশে শিগগিরই ডিজিটাল ব্যাংক চালু করার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

তখন তিনি বলেছিলেন, “শিগগিরই আমরা দেশে ডিজিটাল ব্যাংক চালু করবো। আমরা খুব শিগগির-ই একটি অনলাইন রিয়েল-টাইম ক্রেডিট রেটিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছি।”

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...